সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধি || ৫ জুলাই~২০২৫ দুপুর ২টার দিকে খুলনার তেরখাদা উপজেলার বারাসাত নিবাসী,যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এবং খুলনা-০৪ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিককে গণ সংবর্ধনা দেয়া হয়।
খুলনা-০৪ আসন তথা তেরখাদা-রূপসা-দিঘলিয়া এলাকা থেকে বিএনপি ও অংগ সগঠনের নেতাকর্মী,এলাকার সাধারণ জনগণ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক মন্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি গণসহ সর্বস্তরের মানুষ পারভেজ মল্লিককে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
দীর্ঘ ১৭টি বছর পারভেজ মল্লিক প্রবাস জীবন কাটিয়েছেন। তাঁর আগমনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সকাল ১০টা থেকে পারভেজ মল্লিকের গ্রামের বাড়িতে ভীড় করা শুরু হয়।
দুপুর ২টা বাজতে বাজতে পারভেজ মল্লিকের বাড়ির আঙ্গিনায়-লোক সমাগমে তিল ধারণের ঠাই ছিলোনা। বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা পারভেজ মল্লিককে ফুল দিয়ে বরণ করেন। জনগণের ভালবাসায় তিনি সিক্ত হয়েছেন পারভেজ মল্লিক।
সংবর্ধনার জবাবে নেতাকর্মীদের উদ্দেশ্যে পারভেজ মল্লিক বলেন,বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে হামলা মামলার ভয়ে তিনি দেশে আসতে পারেন নি। দেশের মানুষকে পাশে থেকে সেবা করার মানসিকতা থাকলেও তিনি ব্যর্থ হয়েছেন।
পারভেজ মল্লিক আরো বলেন,সময় এসেছে দেশ ও দশের সেবা করার। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সকলকে বিএনপির পতাকাতলে সমবেত হয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।তিনি,আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কে ক্ষমতায় এনে দেশের মানুষের সেবার মান অব্যাহত রাখতে নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি উদাত্ত আহবান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,নর্থ খুলনা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও লন্ডন প্রবাসী মোঃ আরিফ বিল্লাহ,বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন,কেন্দ্রীয় স্বোচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ,বিএনপি নেতা কে এম মোস্তাক আহমেদ,মোঃ রবিউল ইসলাম লাখু,মোঃ লালিম শেখ,মোঃ গোলজার আলম।এছাড়া অনুষ্ঠানে রূপসা,তেরখাদা ও দিঘলিয়া উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।