মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি || যশোর শহরের নওয়াপাড়া রোডস্থ মাহামুদুর রহমান স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো যশোর নগর ৩নং ওয়ার্ড মহিলা দলের এক বিশেষ নারী সমাবেশ।
এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি তাঁর বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি,গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের ভূমিকা এবং বিএনপির ভবিষ্যৎ আন্দোলনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন,নারীর ক্ষমতায়ন ছাড়া একটি টেকসই গণতন্ত্র গড়ে তোলা সম্ভব নয়। আজকের এই নারী সমাবেশ প্রমাণ করে—বিএনপির সংগ্রামে নারীরাও এক কাতারে দাঁড়িয়ে আছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,মহিলা দলের নেত্রী বৃন্দসহ বিপুল সংখ্যক নারী কর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।