খুলনার খবর || খুলনা-৫ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, সাবেক সংসদ সদস্য ও বিসিবির সাবেক সভাপতি মোহাম্মদ আলি আসগার লবী বলেন, আমি নির্বাচিত হলে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে।
পাশাপাশি এ অঞ্চলের, মিল কলকারখানা,যে গুলো ইতিমধ্যে বন্ধ হয়েছে সে গুলো টেকসই উন্নয়নের মাধ্যমে এবং নতুন নতুন শিল্প কারখানা নির্মাণের মাধ্যমে অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ ১৬ বছর দেশ শাসন করেছে ঠিক কিন্তু দেশ গড়তে পারেনি। তাদের আমলে একটি প্রকল্পের কাজেও টেকসই উন্নয়ন হয়নি।
রবিবার দুপুর ১২টার দিকে ফুলতলা উপজেলা দামোদর ইউনিয়ন কার্যালয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
ডুমুরিয়া-ফুলতলার প্রান্তিক মানুষের জীবন যাত্রার মানোন্নয়ন এবং সাম্যের এক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কর্মরত সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন এ উপজেলায় আমার বাপ দাদার ভিটে বাড়ি সুতরাং এ উর্বর ডুমুরিয়াকে একটি মডেল উপজেলা হিসেবে গড়তে চাই। এজন্য সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষদের সাথে নিয়ে কাজ করতে চাই। এ সময় ফুলতলা উপজেলার বিএনপি সহ অবসংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
মতবিনিময় সভায় আলি আসগার লবি আরো বলেন, ২০০১ সালে নির্বাচনে খুলনা-২ আসন থেকে তিনি জয়লাভ করেন। আগামী জাতীয় নির্বাচনে কেন্দ্রীয় বিএনপি’র উর্ধ্বতন নেতৃবৃন্দের নির্দেশে তিনি নিজেকে খুলনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশী।
বিএনপি ক্ষমতায় আসলে এবং খুলনা-৫ আসন থেকে জয়লাভ করতে পারলে তার প্রথম কাজ হবে বিল ডাকাতিয়া,সহ ডুমুরিয়ারা,ফুলতলা, উত্তর, ও দক্ষিণ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান।
পাশাপাশি অবহেলিত ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা হবে টেকসই উন্নয়নে রোল মডেল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল যদি এ আসনে আমাকে ছাড়া অন্য কাউকে মনোনয়ন দেয় সেক্ষেত্রে আমিও তার পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।