সাগর কুমার বাড়ই , তেরখাদা প্রতিনিধি ||খুলনা জেলার রূপসা উপজেলার ৫ নং ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্বর্গীয় অরবিন্দু মন্ডল বুলুর স্মৃতি স্মরণে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা ৬ ই জুলাই বিকালে ডোবা মাঠে অনুষ্ঠিত হয়।
ডোবা নবারুন সংঘ আয়োজিত টুর্নামেন্টের ১ম রাউন্ডের শেষ খেলায় অংশগ্রহণ করে তেরখাদা ফুটবল একাদশ এবং খুলনা জে আর বি ফুটবল একাদশ।
খেলায় নির্ধারিত সময়ে তেরখাদা একাদশ ১-০ গোলে জয় লাভ করে সেমিফাইনালে উঠার গৌরব অর্জন করে। খেলায় বিজয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেন ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অয়ন।
খেলা পরিচালনা করেন মুক্তার হোসেন মিঠু ,আলী আকবর , বিপ্লব সরদার। ধারাভাষ্যকার হিসাবে উপস্থিত ছিলেন মুস্তাহিদুর রহমান মুক্ত এবং শিক্ষক বিজন মল্লিক।
আগামী শুক্রবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে শহীদ মুনসুর স্মৃতি সংসদ ও স্বাগতিক ডোবা নবারুন সংঘ।
খেলা চলাকালীন সময়ে মাঠে উপস্থিত ছিলেন ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এসএম আঃ মালেক , উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির , ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু , সাবেক জেলা বিএনপি নেতা আরিফ মোল্যা , শিয়ালি পুলিশ ক্যাম্প ইনচার্জ প্রদীপ সরকার , প্রধান শিক্ষক অমল কুমার শিকদার , অরবিন্দু মন্ডল বুলুর ভ্রাতা নির্মলেন্দু মন্ডল , বিজয় মজুমদার , রমেশ চন্দ্র দাস , সমাজসেবক শান্তিরাম মল্লিক , শান্তিরাম মন্ডল , ছাত্রদল নেতা রনি লস্কর , রাধাকান্ত শিকদার , পংকজ শিকদার ,পূর্নেন্দু মন্ডল , অভিরাম ব্যাপারী , বিএনপি নেতা গৌর বিশ্বাস , প্রান গোপাল বিশ্বাস , সোহেল , পাপ্পু ,আলামিন লস্কর , মুস্তাহিন , হামিম , সোহেল , পাপ্পু , অরুন মহলী , গোবিন্দ বিশ্বাস , দাউদ শেখ , নরেশ দাস , লিটন মল্লিক , বিধান দাস , দিপংকর বিশ্বাস , পাপলু ফকির , মোস্তাইন শেখ , নির্মলেন্দু মন্ডল প্রমূখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।