রিয়াজুল ইসলাম রিয়াজ,খুলনার খবর ||নিবন্ধন ও প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই দীর্ঘ ২০ বছর ধরে দাঁতের চিকিৎসা দেওয়ার অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকায় এক ভুয়া ডেন্টাল চিকিৎসককে এক বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (৭ জুলাই) দুপুরে আলফাডাঙ্গায় অবস্থিত ‘নাসির ডেন্টাল ক্লিনিক’-এ এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে. এম. রায়হানুর রহমান।
আসামি মো. নাসির উদ্দিন (৩৮), পিতা মৃত ওলিয়ার রহমান মোল্লা। তিনি একজন হিসাববিজ্ঞানের গ্র্যাজুয়েট হলেও নিজের “ডেন্টাল চিকিৎসক” পরিচয় তৈরী করেছেন এলাকায়। তার প্রেসক্রিপশন প্যাড ও ট্রেড লাইসেন্সে “লোকাল ডেন্টাল কোর্স” সম্পন্ন ও “দন্ত চিকিৎসক” হিসেবে পদবি ব্যবহারও করার প্রমাণ পাওয়া গেছে।
তবে অভিযানে তিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর কোনো রেজিস্ট্রেশন বা স্বীকৃত ডেন্টাল ডিগ্রির সনদপত্র প্রদর্শন করতে ব্যর্থ হন।
আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধির উপস্থিতিতে তাকে “ভুয়া চিকিৎসক” হিসেবে শনাক্ত করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২২ ধারা অনুযায়ী তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডও প্রদান করেন আদালত।
পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয় এবং সংশ্লিষ্ট ডেন্টাল ক্লিনিকটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।