খুলনার খবর || খুলনা সিটি কর্পোরেশনের ২০১৮ সালের নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে বিএনপি মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর দায়ের করা মামলার একতরফা শুনানি শেষ হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় খুলনা প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. খোরশেদ আলম তার লিখিত জবানবন্দি গ্রহণ করেন। এ সময় আদালত মঞ্জুর পক্ষ থেকে আরও কিছু কাগজপত্র চেয়েছেন। তবে রায়ের দিন এখনো নির্ধারিত হয়নি।
মঞ্জুর আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা বলেন, “তৎকালীন আওয়ামী লীগ প্রার্থী তালুকদার খালেক মনোনয়নপত্রে তথ্য গোপন করেন। আমাদের আপিল বিভাগীয় কমিশনার গ্রহণ না করে তার পক্ষেই রায় দেন। ভোটে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়, সাধারণ ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি। প্রিজাইডিং অফিসারদের স্বাক্ষর ছাড়া ফল প্রকাশ করা হয়।”
তিনি জানান, মামলার লিখিত বক্তব্যসহ প্রয়োজনীয় কাগজপত্র আদালতে উপস্থাপন করা হয়েছে। এখন রায়ের অপেক্ষা।
বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু বলেন, “নির্বাচনের সময় আমাদের কথা শোনার সুযোগ দেওয়া হয়নি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর মামলা এগোচ্ছে। আমি আদালতের কাছে ৫টি বিষয়ে প্রতিকার চেয়েছি—তালুকদার খালেকের অযোগ্যতা, সম্পদ গোপন, মিথ্যা মামলা, পোলিং এজেন্ট ও সরঞ্জাম ছিনতাই, এবং প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া ফল ঘোষণা।”
তিনি আশা প্রকাশ করেন, “আজ দেশের বিচার বিভাগ স্বাধীন, প্রভাবমুক্ত। আমি বিশ্বাস করি, আদালত ন্যায়বিচার নিশ্চিত করবেন।”
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।