1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফল মেলার উদ্বোধন তেরখাদায় প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা ১৮ দলীয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে, খুলনা নর্থ চ্যাম্পিয়ন যশোর জেনারেল হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক যশোরে মাঠ থেকে ছাগল আনতে যেয়ে ধর্ষণের শিকার যশোরে নাশকতা মামলায় সাংবাদিক শিশির কারাগারে মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি দিঘলিয়ায় চালের দাম বেড়ে বিপাকে সাধারণ মানুষ দিঘলিয়া পরীক্ষার শেষ সময় ছাত্রীর ছবি তোলেন  শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকের ক্ষোভ সেনা ও নৌবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গু‌লি ইয়াবাসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার পুলিশ জনগণের সেবক, পুলিশকে ‍দূরে ঠেলে দিবেন না, পদত্যাগ প্রসঙ্গে কেএমপি কমিশনার নগরীর রেজিস্ট্রি ভবনের ছাদ ধসে পড়েছে, বৃষ্টিতে ভিজে নষ্ট মূল্যবান নথি কেসিসির নির্বাচন ফল বাতিল চেয়ে মঞ্জুর মামলা, একতরফা শুনানি শেষ স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান কর্মসূচি খুলনায় সার্কিট হাউজ মাঠে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন বিয়ের পর নারীদের ওজন বাড়ে যেসব কারণে সুস্থ, সবল, শিক্ষিত, স্বদেশপ্রেমী যুবশক্তিই আগামীর রাষ্ট্র বিনির্মাণে মূল ভিত্তি – লবী জঙ্গি সন্দেহে তুলে নেওয়ার সাড়ে ৫ বছর পর জামিনে মুক্তি পেল খুবির দুই ছাত্র খুলনার পুলিশ কমিশনারের অপসারণের দাবিতে আবারও বিক্ষোভ খুলনায় টানা দুই ঘণ্টার বৃষ্টিতে নগরবাসীর ভোগান্তি ! জলাবদ্ধতার সৃষ্টি

দিঘলিয়ায় চালের দাম বেড়ে বিপাকে সাধারণ মানুষ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৪৬ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা ||খুলনার দিঘলিয়া উপজেলার বিভিন্ন হাটবাজারে হঠাৎ করে সব ধরনের চালের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ।

স্বর্ণা, বালাম, মিনিকেট, আতপসহ সব জাতের চালের দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় মাসের শুরুতেই খরচের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে সাধারণ পরিবারগুলো।

পথের বাজার, গাজিরহাট, কোলা, সেনহাটি ও বারাকপুর বাজার ঘুরে দেখা গেছে, বাজারে মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে, যেখানে কিছুদিন আগেও এটি ৬৫ টাকায় বিক্রি হয়েছে। একইভাবে বালাম ও স্বর্ণা চালের দামেও বড় ধরনের উর্ধ্বগতি দেখা গেছে। সাধারণ ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে চরম অসন্তোষ।

দৈনিক আয়ের ওপর নির্ভরশীল শ্রমজীবী মানুষেরা বলছেন, চালের দাম বাড়ায় পরিবারে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। ভ্যান চালক রমজান আলী বলেন, “আমরা দিনমজুর মানুষ।

প্রতিদিন যা কামাই করি, তা দিয়েই সংসার চলে। এখন চালের দাম এমন হারে বাড়লে খাওয়া বন্ধ হয়ে যাবে।” ইজিবাইক চালক সেলিম শেখ জানান, “গাড়ি চালিয়ে দিনে ৪০০ টাকা পাই, তার মধ্যে প্রায় সব টাকাই চাল কিনতেই চলে যাচ্ছে। এখন ওষুধ কেনা, সন্তানদের পড়াশোনা চালানো—সব কিছুই অনিশ্চিত হয়ে পড়েছে।”

একই ধরনের ক্ষোভ প্রকাশ করেছেন রাজমিস্ত্রি জব্বার ও কাঠমিস্ত্রি নজরুল ইসলাম। তাদের ভাষায়, চালের দাম বেড়ে যাওয়া মানেই অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়া। তারা মনে করেন, বাজারে একটা ন্যায্য ভারসাম্য থাকা জরুরি, যা রক্ষা করতে সরকারকে কঠোর নজরদারি চালাতে হবে।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, চালকল মালিকদের কাছ থেকে বেশি দামে চাল কিনতে হচ্ছে বলে তারা বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করছেন। তবে ভোক্তাদের একাংশ এই যুক্তিকে ‘পুরনো অজুহাত’ বলেই মনে করছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাজার অস্থির রেখে মধ্যস্বত্ব ভোগীরা লাভবান হচ্ছেন, আর ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষজ্ঞরা বলছেন, উপজেলা প্রশাসনের তদারকি আরও জোরদার করতে হবে। প্রতি সপ্তাহে বাজার মনিটরিং, মজুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং টিসিবির মাধ্যমে ভর্তুকিমূল্যে চাল সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে সংকট কিছুটা লাঘব করা যেতে পারে।

চালের দামবৃদ্ধি সম্পর্কে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম বলেন, “যদি কোনো ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাজার পরিস্থিতি মনিটরিং আরও জোরদার করা হবে।” তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন সজাগ রয়েছে।

চালের মূল্যবৃদ্ধি কেবল একজন ভোক্তার সমস্যা নয়, এটি একটি সামগ্রিক অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। বাজার ব্যবস্থাপনার দুর্বলতা ও নজরদারির ঘাটতি যতদিন থাকবে, ততদিন সাধারণ মানুষের দুঃসহ অবস্থা চলতেই থাকবে—এমনটাই মনে করছেন সচেতন মহল।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।