পরেশশ দেবনাথ, কেশবপুর, যশোর ||“কৃষিই সমৃদ্ধি” “দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিন ব্যাপী ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (০৮ জুলাই২৫) বিকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেশবপুর থানার অফিসার্স ইনচার্জ আনোয়ার হোসেন।
কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন জানান, মেলা উপলক্ষে অফিস চত্বরে ২টি স্টলে বিভিন্ন প্রকার মৌসুমী ফলের প্রদর্শনী তিন দিন ব্যাপী চলবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।