রিয়াজুল ইসলাম রিয়াজ, খুলনার খবর ||ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চন্দনী গ্রামে মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মো. জিল্লুর শেখ (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে ২৮ পিস ইয়াবা বড়িসহ আটক করেছেন।
জিল্লুর শেখ চন্দনী গ্রামের মো. মতিয়ার শেখের ছেলে। আটকের ঘটনায় এসআই কামরুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নম্বর ১০। আসামিকে বুধবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোয়ালমারী সেনা ক্যাম্পের একটি টহল দল পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো. জিল্লুর শেখকে তার বাড়ি থেকে হাতেনাতে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ২৮ পিস ইয়াবা বড়ি ও ১টি বাটন মোবাইল জব্দ করেন যৌথ বাহিনী। মো.জিল্লুর শেখ দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে মাদক সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার উক্তি দিয়েছেন। এলাকায় মাদকের একটি বড় চক্রের সাথে সে জড়িত এবং মানুষ তাকে ইয়াবা জিল্লু বলেই জানেন।
থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, যৌথ বাহিনীর অভিযানে জিল্লুর শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে ২৮ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। আটকের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী।
অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।