মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||যশোর পৌরসভার ৫নং ওয়ার্ডের সরকারি এম এম কলেজ সেন্টারে আজ বুধবার এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এই সমাবেশে নারীদের সক্রিয় রাজনৈতিক অংশগ্রহণ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় কেন্দ্রীয় (ভারপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান স্বৈরাচারী সরকার দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে।
এই অন্যায়ের বিরুদ্ধে নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল এবং জনগণের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে নারীদের অংশগ্রহণ অপরিহার্য।
সমাবেশে স্থানীয় বিএনপি নেতাকর্মী, মহিলা দলের নেত্রীবৃন্দ এবং শতাধিক নারীরা উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্য নেতাকর্মীরাও বক্তব্য রাখেন এবং আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে নারীদের সংগঠিত হওয়ার আহ্বান জানানো হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।