খুলনার খবর ||আগামীকাল শুক্রবার ১১ ই জুলাই খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাইযোদ্ধাদের পদযাত্রা।
এ কর্মসূচিকে ঘিরে খুলনায় তৈরি হয়েছে নতুন উদ্দীপনা, বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে দেখা গেছে ব্যাপক সাড়া। কেন্দ্রীয় নেতাদের সরাসরি অংশগ্রহণে এই কর্মসূচি পাচ্ছে বিশেষ তাৎপর্য।
সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে কেন্দ্রীয় নেতারা যশোর হয়ে খুলনায় পৌঁছাবেন। যশোরে জুমার নামাজ আদায় শেষে খুলনায় রওয়ানা দিবেন। খুলনায় প্রথমেই শহীদদের কবর জিয়ারত করবেন। এরপর একে একে কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করবেন নেতৃবৃন্দ। বিকেলে শিববাড়ি মোড়ে প্রথম পথসভা ও সন্ধ্যায় পিপলস মোড়ে দ্বিতীয় পথসভা। এরপর চিত্রালী বাজার থেকে দৌলতপুর মোড় পর্যন্ত হবে বর্ণাঢ্য গণসংযোগ ও পদযাত্রা।
এই পদযাত্রা ও পথসভায় মূলত সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়, দাবি-দাওয়া তুলে ধরা এবং বর্তমান সামাজিক-রাজনৈতিক বাস্তবতা নিয়ে বক্তব্য থাকবে বলে জানা গেছে।
এছাড়াও খুলনা জেলায় ৬৮টি ইউনিয়ন ও ৩১টি ওয়ার্ডে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক গণসংযোগ ও প্রচারাভিযান। তরুণ ও ছাত্রসমাজ, স্থানীয় সাংগঠনিক নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকরা এতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
কেন্দ্রীয় প্রতিনিধিদল খুলনায় রাতযাপন শেষে শনিবার সকালে সাতক্ষীরার উদ্দেশে যাত্রা করবেন, যেখানে পরবর্তী কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এনসিপির প্রচার ও প্রচারনা সেলের সদস্য সচিব এম সাইফুল বলেন, “এই সফর শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি চেতনার জাগরণ।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, পরিবারের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের সঙ্গে হৃদ্যতা গড়ে তোলার মাধ্যমে আমরা আমাদের অঙ্গীকার নবায়ন করছি।”
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।