খুলনার খবর ||শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল ১১ (শুক্রবার) অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সার্বিক পরিচালনায় এবং শ্রীশ্রী সত্যনারায়ণ মন্দির, টুটপাড়া গাছতলা মন্দির ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), খুলনার আয়োজনে বিকেল ৩টায় জোড়াগেটস্থ প্রেমকানন অঙ্গনে মহাধুমধামে উৎসবমুখর পরিবেশে উল্টো রথযাত্রার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
সম্মানিত অতিথি থাকবেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ ভক্তিবিনয় স্বামী মহারাজ, খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনার উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ তাজুল ইসলাম ও ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী।
এ দিকে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠানে যথাসময়ে সকল ভক্তকে উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার পক্ষ থেকে সভাপতি শ্যামল হালদার এবং সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু আমন্ত্রণ জানিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।