খুলনার খবর ||ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ফুলতলা ইষ্টান গেট এজেন্ট ব্যাংক শাখায় প্রায় দুই কোটি টাকা ফেরত না পাওয়ার অভিযোগে ক্ষুব্ধ গ্রাহকরা বুধবার (১০ জুলাই) শাখার সামনে মানববন্ধন করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ফজলুর রহমান সরদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা।
অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, “আমরা দেখছি সাধারণ মানুষের পিতৃপক্ষের পরিশ্রমে অর্জিত অর্থ ব্যাংকের এই শাখায় আটকে পড়েছে, যা একদিকে তাদের জীবনযাত্রাকে কঠিন করে তুলছে, অন্যদিকে দেশের অর্থনৈতিক পরিবেশের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করে দিতে চাই, এই সংকট যত দ্রুত সম্ভব নিরসন করতে না পারলে আমরা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিতে বাধ্য হবো। আমরা দৃষ্টান্তমূলক পদক্ষেপের দাবি জানাচ্ছি যাতে জনগণের আস্থা ফেরানো যায়।”
ভুক্তভোগী মিনা মুরাদ হোসেন বলেন, “আমার ভাই দেশের বাইরে থেকে পাঠানো সেই অর্থই আমাদের পরিবার চালানোর একমাত্র আশ্রয়। দীর্ঘদিন টাকা ফেরত না পাওয়ায় আমাদের গৃহস্থালি সংকট ও মানসিক অবস্থা খুবই দুর্বল হয়ে পড়েছে। আমরা চাই ব্যাংক আমাদের সঙ্গে মানবিকতা দেখাক এবং দ্রুত টাকা ফেরত দিক।”
রফিকুল ইসলাম মাস্টার বলেন, “আমি ক্ষুদ্র ব্যবসায়ি। আমার টাকাটি আটকে থাকায় ব্যবসায়িক ঋণ ও দৈনন্দিন প্রয়োজন মেটানো যাচ্ছে না। সরকারের নিকট দাবি করব যেন এই সমস্যা দ্রুত সমাধান করা হয়, নতুবা আমরা আইনি পথে যাবো।”
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন: শেখ আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন খোকা, ইকবাল হোসেন মিজান, আনোয়ার হোসেন, হেলাল শরীফ, জিহাদুল ইসলাম, শেখ জিয়াউর রহমান, বাচ্চু শেখ, মকবুল সরদার, জাকির হোসেন, জাকারিয়া মাহমুদ পিটু, রাজিয়া সুলতানা, ইরানি পারভীন, ইউনুস মোল্লা, মিন্টু সরদার প্রমুখ।
শাখার ম্যানেজার বলেন, “আমরা প্রধান কার্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। গ্রাহকদের ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি। ব্যাংকের নীতি অনুসারে যথাসম্ভব দ্রুত অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি, এক মাসের মধ্যে গ্রাহকদের জমাকৃত অর্থ ফেরত দেওয়া সম্ভব হবে।”
ভুক্তভোগী গ্রাহকরা বলেন, “দাবি পূরণ না হলে আমরা সাংগঠনিকভাবে আইনি এবং গণঅভিযোগসহ কঠোর কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হবো।”
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।