খুলনার খবর || খুলনা সদর থানার অন্তর্গত ডাকবাংলা বাজারের দোকান মালিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে মোঃ তরিকুল ইসলাম সভাপতি এবং মোঃ আব্দুল কাদের মিন্নু সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন উপলক্ষে দোকান মালিকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। ভোটগ্রহণে ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে, যা প্রমাণ করে ব্যবসায়ীদের মাঝে গণতান্ত্রিক চেতনার চর্চা ও আগ্রহ।
নবনির্বাচিত সভাপতি মোঃ তরিকুল ইসলাম বলেন, “আমরা সবাই মিলে ডাকবাংলা বাজারকে আরও উন্নত, নিরাপদ ও সুশৃঙ্খল বানাতে কাজ করব। দোকানদারদের স্বার্থরক্ষা এবং ব্যবসা পরিচালনায় সহযোগিতাই হবে আমাদের মূল লক্ষ্য।”
সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের মিন্নু বলেন, “আমরা একটি কর্মঠ ও স্বচ্ছ কমিটি গঠন করেছি।
দোকান মালিকদের যেকোনো সমস্যা সমাধানে আমরা সবার আগে থাকব।”
ব্যবসায়ী মহল আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব বাজারের উন্নয়ন, নিরাপত্তা এবং ব্যবসায়ী ঐক্য রক্ষায় গঠনমূলক ভূমিকা রাখবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।