খুলনার খবর ||আজ শুক্রবার ১১ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা করবে খুলনা।
প্রচার প্রচারণা সেল সাইফুল ইসলাম বলেন, সকাল থেকেই সমাবেশের মুল স্থান শিববাড়ি মোড়ের মেন ফলকে শিবিরের মঞ্চ তৈরি করে স্থানটি দখল করে রেখেছেন।
এনসিপির খুলনা নেতৃবৃন্দ তাদেরকে মঞ্চটি সরাতে বললে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এখন বেলা দেড়টা আর কিছুক্ষণের মধ্যে এন সি পি র কেন্দ্রীয় নেতৃবৃন্দ খুলনায় প্রবেশ করবে কিন্তু এখনো পর্যন্ত সমাবেশের স্থানের মঞ্চ তৈরি করা হয়নি।
তিনি আরো বলেন তবে তারা চেষ্টা করছেন শিবিরের মঞ্চটা সরিয়ে এনসিপির মঞ্চ তৈরি করার জন্য। তবে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত তারা নিতে পারেনি।
এ সময় শিবিরের নেতৃবৃন্দদের মিছিল আকারে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে নগরীর শিব বাড়ির দিকে আসতে দেখা যায়।
খুলনা এনসিপির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, শুক্রবার বিকালে যশোর হয়ে কেন্দ্রীয় নেতারা খুলনায় আসবেন। সন্ধ্যায় শিববাড়ি মোড়ে পথসভা এবং রাতে পিপলস মোড়ে পথসভা করবেন তারা।
এছাড়া শহীদদের কবর জিয়ারত, আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়, নগরীর কিছু এলাকায় গণসংযোগের পরিকল্পনা রয়েছে সংগঠনের নেতাদের।
তবে আজ শুক্রবার সকাল ও দুপুরে যশোরের কর্মসূচির ওপর সিডিউল নির্ভর করছে। যশোর থেকে যাত্রা শুরুতে দেরি হলে খুলনার পথসভাগুলোর সময় পরিবর্তন করা হবে বলে জানান তারা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।