অতনু চৌধুরী(রাজু) বাগেরহাট প্রতিনিধি|| আগামী শনিবার বাগেরহাটে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এ উপলক্ষে স্থানীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
শনিবার (১২’জুলাই) দুপুর ২টায় বাগেরহাট জেলার রামপাল উপজেলার ফয়লায় পথসভা শেষে বিকালে বাগেরহাট খানজাহান আলী (রহ.) এর মাজার জিয়ারত, জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও বাগেরহাট শহরের রেলরোড চত্বরে পথসভা করবেন জাতীয় নেতৃবৃন্দ।
এ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের পর তারা আগামী ১৩’জুলাই পিরোজপুরে যাবেন।
জুলাই মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, মোহাম্মদ আতাউল্লাহ, ড. মাহমুদা মিতু’সহ ৪০’জন নেতা এই সফরে অংশ নিচ্ছেন।
এছাড়া কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ, যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন’সহ জেলা ও বিভাগীয় নেতারা অংশ নেবেন এই পদযাত্রায়।
এদিকে কেন্দ্রীয় নেতাদের পদযাত্রা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এনসিপির বাগেরহাট জেলা কমিটি। শহর-গ্রাম সর্বত্র চলছে মাইকিং।
আর দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা নিজেদের মত করে যোগাযোগ করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা এই তরুণ রাজনীতিবিদদের আগমনে বাগেরহাট শহর ও ফয়লা এলাকায় একটি গণজমায়েত হয়েছে বলে জানান দলটির প্রধান সমন্বয়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল।
তিনি বলেন, এই সফরের মাধ্যমে কেন্দ্রীয় নেতারা দক্ষিণাঞ্চলের রাজনৈতিক প্রেক্ষাপট, জনসম্পৃক্ততা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিবেন।
পদযাত্রা উপলক্ষে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে এই পদযাত্রা সম্পন্ন করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।