মোঃ জসিম উদ্দিন তুহিন যশোর প্রতিনিধি ||বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বর্তমান নির্বাচন ব্যবস্থা ভয়ানক শুভংকরের ফাঁকি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবৈধ নির্বাচনের ধারাবাহিকতায় দেশে নতুন করে ফ্যাসিবাদ জন্ম নেবে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন,ধর্মনিরপেক্ষতার নামে ভারতীয় প্রেসক্রিপশন আর চলবে না, আমরা কোনো বিদেশি প্রেসক্রিপশন মানব না।
রাজপথে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি রাজনৈতিক দলগুলোকে উদার হওয়ারও আহ্বান জানান।
পিআর পদ্ধতি নিয়ে বিতর্কের সমাধানে মধ্যমপন্থার পরামর্শ দিয়ে খেলাফত মজলিসের আমির বলেন, দেশবিরোধী কোনো কর্মকাণ্ড হলে আমরা অন্তর্বর্তী সরকার বিরুদ্ধেও কঠোর আন্দোলনে যাব।
সমাবেশে খেলাফত মজলিস যশোর জেলা সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং খুলনা বিভাগের ১০ জেলার নেতাকর্মীরা অংশ নেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।