খুলনার খবর ||বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে “জুলাই দ্রোহ” শিরোনামে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখা।
শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজ শেষে শহরের বাইতুন নূর জামে মসজিদ হতে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রোড প্রদক্ষিণ করে দুপুর আড়াইটায় শিববাড়ি মোড়ে এসে শেষ হয়।
উক্ত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে মহানগর সেক্রেটারি রাকিব হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও খুলনা মহানগরের সভাপতি আরাফাত হোসেন মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক মহানগর সভাপতি মুকাররম বিল্লাহ আনসারী, মীম মিরাজ হুসাইন, মুশাররফ আনসারী ও আঃ আওয়াল।
প্রধান অতিথির বক্তব্যে আরাফাত হোসেন মিলন বলেন, বর্তমান সরকার দুই হাজারের অধিক শহীদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছে। দীর্ঘ একটি বছর অতিক্রম হয়ে গেলেও খুনিদের বিচারের দৃশ্যমান কোন অগ্রগতি দেখা যায় নি। কাদের ইশারায় তাদের বিচার কার্য বিলম্বিত হচ্ছে সেটা জনসম্মুখে প্রকাশ করতে হবে।
তিনি আরো বলেন, বিচারকার্য শেষ না করে নির্বাচন নির্বাচন খেলা বন্ধ করুন। তা না হলে ছাত্রজনতা আবারো রাজপথে নামতে বাধ্য হবে।
উক্ত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অফিস সম্পাদক ইসরাফিল হোসেন, অর্থ সম্পাদক আসিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক বেলাল হোসেন, প্রকাশনা সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, এইচআরডি সম্পাদক সেলিম হোসেন, আইন সম্পাদক আঃ রশিদ, মাদ্রাসা সম্পাদক হাফেজ মুজাহিদুল হক, ছাত্রআন্দোলন সম্পাদক ইমরানুল হক সহ প্রমুখ নেতৃবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।