মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি || যশোরে বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় আশরাফুল ইসলাম বিপুল (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের দাবি কৌশলে ডেকে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
গতকাল শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে শহরের ষষ্ঠীতলা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আশরাফুল ইসলাম বিপুল যশোর শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকার আখতার হোসেনের ছেলে। সে এসিআই গ্রুপের ডিপোর শ্রমিক হিসেবে কাজ করত।
নিহতের বাবা আখতার হোসেন জানান, হামলাকারী শহরের ষষ্ঠিতলা এলাকার বাপ্পী ও বিপুল বন্ধু ছিলেন। বাপ্পী মাদক সেবন ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকায় তার স্ত্রী সুমাইয়া তাকে তালাক দেয়। এরপর সুমাইয়া বিপুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা বিয়েও করে। এতে বাপ্পী ক্ষিপ্ত হয় এবং বিপুল ও সুমাইয়াকে হত্যার হুমকি দিয়ে আসছিল।
তিনি আরো বলেন,শনিবার রাতে বিপুলের পরিচিত লোক দিয়ে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে বাপ্পী ও তার সহযোগীরা।স্থানীয়রা বিপুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করার কিছু সময় পর তিনি মারা যান।ঘটনায় জড়িতদের খোঁজে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছেন বলে জানিয়েছেন যশোরের প্রশাসন।
এ ব্যাপারে যশোর কেতোয়ালী থানার অফিসার ইনচার্জ আবলু হাসনাত খান জানিয়েছেন,জড়িতরা শনাক্ত হয়েছে। পরকীয়ার জের ধরে এই হত্যাকান্ড। হত্যাকান্ডে জড়িতদের খোঁজে একাধিক টিম মাঠে নেমেছে। দ্রুতই আটক করে আইনে সোর্পদ করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।