মোঃ ফয়সাল হোসেন,কয়রা প্রতিনিধি || খুলনার কয়রায় সুন্দরবন রেঞ্জের বন টহল ফাঁড়ির স্টাফদের ওপর দুষ্কৃতকারীদের সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় দুই বনকর্মী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন বোটম্যান আলমগীর হোসেন ও তোরাব আলী। তাদের হাতের কব্জি ও আঙুল ভেঙে যাওয়ায় কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় কয়রা বন টহল ফাঁড়ির টিম ছাছানাংলা নদীর ভাটিয়ার খাল এলাকায় অভিযান চালায়। অভিযানকালে প্রবেশ নিষিদ্ধ সময়ে বিষ প্রয়োগ করে চিংড়ি মাছ শিকাররত দুইটি নৌকা জব্দ করা হয়। পরে অফিসে ফেরার পথে জঙ্গলে ওঁত পেতে থাকা দুষ্কৃতকারীরা টহল দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে নৌকা দুটি ছিনিয়ে নেয়।ঘটনার পর আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সজল মজুমদার জানান, হামলাকারীদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় কয়রা থানায় ছয়জনকে আসামি করে মামলা (মামলা নং-৬, তারিখ: ১১-০৭-২০২৫) দায়ের করা হয়েছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক বলেন,আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।