মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি || যশোর শহরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান কারবালা জামে মসজিদের প্রথমতলার ছাদের একাংশের ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। একটি ধর্মীয় দোয়া মাহফিলের মাধ্যমে এই ঢালাই কাজ শুরু হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন,এই মসজিদ শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি যশোরবাসীর ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের প্রতীক। মসজিদের উন্নয়নে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।
এ সময় স্থানীয় মসজিদ কমিটির সদস্য,এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মুসল্লিরাও উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে অনুষ্ঠানে বক্তারা বলেন, মসজিদের এই উন্নয়ন কাজ বাস্তবায়নের মাধ্যমে ধর্মীয় শিক্ষার প্রসার এবং মুসল্লিদের জন্য আরও আরামদায়ক পরিবেশ নিশ্চিত হবে।মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে পুরো ভবনের সংস্কার ও সম্প্রসারণে আরও বৃহৎ পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এর জন্য এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।