খুলনার খবর || ১৪ জুলাই, ২০২৫ (সোমবার) জেলা প্রশাসন, খুলনা ও মহিলা বিষয়ক অধিদপ্তর, খুলনার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়, খুলনার সম্মেলন কক্ষে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে ‘July Women’s Day’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শেখ মোঃ সাকিব রায়হানের মাতা জনাব মিজ নুর নাহার বেগম। উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জুলাই কন্যা জনাব স্নিগ্ধা সুলতানা মুন্নি, যুগ্ম আহবায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, খুলনা মহানগর; জুলাই কন্যা জনাব রাবেয়া খাতুন, সদস্য, জাতীয় নাগরিক কমিটি, জুলাই আন্দোলন; জুলাই কন্যা জনাব সাদিয়া ইসলাম শিমু, সদস্য, জাতীয় নাগরিক কমিটি, জুলাই আন্দোলনসহ জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও অন্যান্য জুলাই কন্যাগণ।
অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ ফিরোজ সরকার; স্বাগত বক্তব্য রাখেন খুলনা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম।
এছাড়াও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এ্যাডভোকেট জনাব তাসলিমা খাতুন ছন্দা, সমন্বয়কারী, সমন্বিত নারী অধিকার বাস্তবায়ন সংস্থা; জনাব সামসুন নাহার, সেক্রেটারি – মহিলা বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, খুলনা মহানগর; এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু, নির্বাহী পরিচালক, মাসাস; জনাব কানিজ মোস্তফা, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, খুলনা; জনাব সুরাইয়া সিদ্দীকা, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, খুলনাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।