মোঃ রফিকুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি || যশোরের শার্শার পল্লীতে শিয়াল ধরতে একজনের পেতে রাখা বিদ্যুতের ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহাদ আলী (৭২) নামে আরেকজনের করুণ মৃত্যু হয়েছে।
রবিবার (১৩ জুলাই) উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী হাঁসের খামারটি ভাঙ্গচুর করে গুড়িয়ে দেয়।নিহত আহাদ আলী রামচন্দ্রপুর গ্রামের বাহাদুর মোড়লের ছেলে।
স্থানীয়রা জানান,কালু তার হাসের খামারে শিয়াল ধরার জন্য প্রতিদিন বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখতো। সেই বিদ্যুৎ সংযোগের জিআই তার পাশের জমির আইলের উপর দিয়ে ফেলে রাখা ছিল। ঐদিন জমিতে কাজ করতে গিয়ে ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় আহাদ আলীর।
নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার পর হাঁসের খামারের মালিক কালুর পক্ষের লোকজন নিহত আহাদ আলীর একটি ঘরের চাল ভেঙ্গে দিয়েছে এবং কালুর এক আত্মীয় নিজেকে পুলিশের বড় কর্মকর্তা পরিচয় দিয়ে মামলা না করার জন্য ভয়ভীতি দেখিয়েছে।
নিহতের পুত্রবধূ জুলেখা বেগম জানান, শ্বশুর সকালে খেয়ে জমিতে কাজ করতে যান। খামারে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখার বিষয়টি নিয়ে আগে থেকেই গ্রামবাসী খামার মালিক কালুকে সতর্ক করেছিলেন। কিন্তু সে শোনেনি। নিষেধ করার পরও তিনি বৈদ্যুতিক ফাঁদ বন্ধ না করায় এ দুর্ঘটনা ঘটছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি)কে এম রবিউল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।