আমজাদ হোসেন নওগাঁ || জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মান্দা উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও মান্দা উপজেলা আহ্বায়ক জননেতা মোঃ আলতাফ হোসেন মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, মোহাম্মদ রওশন আলী, উপজেলা কমিটির সদস্য ডা. আবু সাঈদ, মৎস্যজীবী পার্টির সভাপতি রেজাউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান এবং ছাত্রসমাজের সাধারণ সম্পাদক শোয়েব আলী।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মান্দা ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আক্কাস আলী মণ্ডল ও যুব সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম খোকন।দোয়া পরিচালনা করেন আব্দুল্লাহ আল মাফুজ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ জহুরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা পল্লীবন্ধু এরশাদের রাজনৈতিক দর্শন, অবদান এবং দেশের উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।