তেরখাদা প্রতিনিধি,খুলনা || ১৪ জুলাই দুুপুর ১২টার দিকে খুলনার তেরখাদা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ ও স্বর্ণা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোঃ নুরুন্নবী তুহিন। অন্যানের মধ্যে বক্তৃতা করেন,তেরখাদা প্রেসক্লাবের সভাপতি ও নিউজ-২১ বাংলা টেলিভিশনের তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান ও পুলিশের এস আই মোঃ সেলিম হোসেন।
সভাশেষে বিগত বছরের পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পরিবার পরিকল্পনা কর্মী ও প্রতিষ্ঠানকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফোজ স্বর্ণা। সনদপত্র ও ক্রেস্ট বিতরণকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ নুরুন্নবী তুহিনসহ অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।