খুলনার খবর ||নগরীর শিববাড়ি মোড় সংলগ্ন এলাকায় নির্ধারিত স্থানে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। এ সময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এ স্মৃতিস্তম্ভ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।
এটি নতুন প্রজন্মকে স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার ও বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।