খুলনার খবর ||তারেক রহমানের বিরুদ্ধে গুপ্ত সংগঠন কর্তৃক অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে খুলনায় চিকিৎসক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডক্টরস এসোসিয়েশন ড্যাব খুলনা মেডিকেল কলেজ শাখা এই সমাবেশের আয়োজন করে। সাবেক ছাত্রনেতা ডাঃ রাশেদুজ্জামান ছোটনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ড্যাব খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর সালেহ পলাশ।
বক্তৃতা করেন ডাঃ মোস্তফা কামাল, ডাঃ তাজরুল ইমলাম, ডাঃ কামরুল হুদা নিশান, ডাঃ মাহাবুব রোশেদ, কর্মচারি পরিষদের নেতা মোঃ আলিম, নাসির্ং নেত্রী হোসনেয়ারা খানম প্রমুখ।
সমাবেশে বক্তারা সম্প্রতি বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য অন্তবর্তীকালীন সরকারকে দায়ী করেন। মিটফোর্ডের নির্মম হত্যাকান্ড সুপরিকল্পিত উল্লেখ করে এটাকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার হিসেবে উল্লেখ করেন। জামায়াত শিবির ও এনসিপির নাম উল্লেখ করে বক্তারা বলেন, এই গুপ্ত সংগঠন দেশের ভিতরে ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে পরিকল্পিত ভাবে নির্বাচন পিছিয়ে দিতে চায়। যে কোন পরিস্থিতিতে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারকারীদের রুখে দেয়ার ঘোষণা দেয়া হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।