মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
উল্লেখযোগ্য হলে সংযোজন করা যাবে শহরের ভৈরব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্মসম্পাদক মনিরুল ইসলাম মনির। এছাড়াও জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার ইচ্ছাকৃতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে এবং প্রশাসন নির্লিপ্ত থেকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে।
তারা এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।বিক্ষোভ শেষে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভৈরব চত্বরে এসে শেষ হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।