খুলনার খবর || সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও ষড়যন্ত্র মূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে খুলনায় মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে নগরীর প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে কেডি ঘোষ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের নিচে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ কালে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নানা স্লোগানে রাজপথ মুখর করে তোলেন। তাদের স্লোগান ছিল, ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, সবার আগে বাংলাদেশ।
উক্ত বিক্ষোভ সমাবেশে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের- আহবায়ক মিরাজুর রহমান মিরাজের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইস্তিয়াক আহম্মেদ ইস্তির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র-যুগ্ম আহবায়ক মুনতাসির আল মামুন, আরো উপস্থিত ছিলেন খান জাহানআলী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক বেল্লাল হোসেন, সোনাডাঙ্গা থানার স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক সাইফুল মল্লিক, সদর থানার স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মন্জুর শাহিন রুবেল, দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব রতন, খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আলাউদ্দিন তালুকদার সহ ৩১টা ওয়ার্ড এবং ৩ টা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ সহ প্রমুখ।
উক্ত বিক্ষোভ সমাবেশের সভাপতি মিরাজুর রহমান মিরাজ তার সমাপনী বক্তব্যে বলেন, “দেশে এক শ্রেণির সন্ত্রাসী গোষ্ঠীকে প্রশ্রয় দিয়ে গঠন করা হচ্ছে ভয়ংকর ‘মব’ বাহিনী। কিছু গুপ্ত ও নতুন সুবিধাবাদী সংগঠন নানান ধরনের মিথ্যা প্রোপাগান্ডার মাধ্যমে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার চক্রান্তে লিপ্ত হয়েছে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং দেশে নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল রাজপথে রয়েছে এবং থাকবে। কোনো ধরনের নিপীড়ন ও ষড়যন্ত্রের কাছে মাথানত করা হবে না।”
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।