খুলনার খবর || সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততা এবং দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল ৪টায় খুলনা রেলস্টেশন থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রনু। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও খুলনা জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা সরদার নুরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বেলাল, আবুল কাশেম, হুমায়ুন কবির রুবেল, রফিকুল ইসলাম, আনিসুর রহমান, লিটন মোল্লা, আবু তাহের হীরা, এস্কেন্দার মির্জা, মাহবুবুর রহমান নান্টু, বনি আমিন সোহাগ, পিন্টু জমাদ্দার, রুবেল, মেহেদী হাসান বাবু, কামাল ব্যাপারী, ব্রজেন ঢালী, মোশাররফ শিকদার, আব্দুল কাদের জনি, টিটু জমাদ্দার, আব্দুল গফুর শেখ, আবু হানিফ সোহাগ, আরমান শিকদার, জুয়েল, নয়ন মোড়ল, আবু সেনা শিমুল, অমল মণ্ডল, আবু তাহের মাতব্বর, রয়েল, সাদ্দাম হোসেন, শামিম সরদার, আলমগীর শেখ ও রাজু শেখ।
এছাড়াও বিভিন্ন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মেহেদী আল আজাদ, রফিকুল ইসলাম শিমুল, শাহাবুদ্দিন গাজী, টিটু জমাদ্দার, আছাদুল ইসলাম বিপ্লব, শামিম আহমেদ রমিজ, আবু সাঈদ ও আসাদ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।