খুলনার খবর ||গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য।
বুধবার (১৬ জুলাই) সকালে গোপালগঞ্জ সদরের উলপুরে এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
পুলিশ জানায়, আজ গোপালগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রা কর্মসূচি রয়েছে।
সেটিকে বানচাল করতেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের পর আগুন দেয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।