খুলনার খবর ||জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষ, গুলি ও প্রাণহানির পর সরকার রাত ৮টা থেকে কারফিউ জারি করেছে। সংঘর্ষে অন্তত দুইজন নিহত এবং ৯ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় “গোপালগঞ্জ শহরে আজ (১৬ জুলাই) রাত ৮টা থেকে পরদিন (১৭ জুলাই) সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।”
এই সময়ের মধ্যে সাধারণ জনগণের বাইরে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া মোবাইল ইন্টারনেট সেবা সীমিত করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে
বেলা দেড়টা থেকে এনসিপির ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ পৌর পার্কে সমাবেশ শুরু হয়।
শুরুতেই কয়েকশ লাঠিসোঁটা-সজ্জিত লোক সমাবেশস্থলে হামলা চালায়। পুলিশ ও সেনা সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। বিকেল ৩টা থেকে সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।