সাগর কুমার বাড়ই, তেরখাদা প্রতিনিধি ||১৬লাই দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্না এর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভা ও দোয়া মাহফিলে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এম হাসানুর রহমান , উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) আঁখি শেখ , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ নুরুন্নবী তুহিন , অধ্যক্ষ যথাক্রমে মাওলানা কবিরুল ইসলাম ও এস এম মিজানুর রহমান , বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদুর রহমান , সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান , উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক , উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক , উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান , উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান , উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা , ওসির প্রতিনিধি এস আই মোঃ রফিকুল ইসলাম , উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান , উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা , উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই , উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ ইকবাল হোসেন , উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার , উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ , উপজেলা দারিদ্র বিমোচন অফিসার অরুফা খাতুন , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল, জাতীয় দৈনিক ইত্তেফাক ও নিউজ ২১ বাংলা টেলিভিশনের তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান , তেরখাদা প্রেসক্লাবের সহ- সভাপতি মোঃ রবিউল ইসলাম , এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা , তথ্য আপা তাছলিমা খাতুন , প্রভাষক মোঃ রবিউল ইসলাম রাজু , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি এম এ কাদের , মোঃ শাহ আলম রিপন , মোঃ ইব্রাহিম ও মোঃ কবিরুল ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হামিদ আলীর পিতা মোঃ জাফর শেখ।
পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।