খুলনার খবর, নড়াইল প্রতিনিধি ||নড়াইলের লোহাগড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় জাহাঙ্গীর শেখ (৬০) ও তার ছেলে নাহিদ শেখ (৩০) নিহত হয়েছেন।
এ ঘটনায় প্রতিপক্ষের আব্দুল কাদের নামে একজন আহত ও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। পুলিশ ঘটনাস্থল থেকে কবির শেখ নামে এক আসামিকে আটক করেছে।
বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাহিরপাড়া বিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত জাহাঙ্গীর শেখ বাহিরপাড়া গ্রামের মৃত মজিদ শেখের ছেলে এবং নাহিদ শেখ তার ছোট ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের কাউসার শেখ ওরফে মান্দারদের সঙ্গে জাহাঙ্গীর শেখের পরিবারের দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। একাধিকবার সালিশ-বৈঠক হলেও সমাধান হয়নি। মামলার রায় জাহাঙ্গীরদের পক্ষে আসলেও প্রতিপক্ষ পুনরায় আদালতের দ্বারস্থ হয়।
ঘটনার দিন সকালে ছেলে নাহিদকে সঙ্গে নিয়ে বিরোধপূর্ণ জমিতে চাষ করতে গিয়েছিলেন জাহাঙ্গীর। সেখানে কাউসার ও তার লোকজনের সঙ্গে বাকবিতণ্ডার পর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর নিহত হন।
আহত নাহিদকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথে বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। অন্য আহত আব্দুল কাদেরকে খুলনায় পাঠানো হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম সময় সংবাদকে বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের ধরার জন্য অভিযান চালানো হচ্ছে।’
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।