খুলনার খবর ||সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে যশোর জেলা যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তৃতা দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, প্রশাসনের উদাসীনতায় দেশে অপরাধ, সন্ত্রাস, রাজনৈতিক হয়রানি ও দমন-পীড়ন বেড়েই চলছে। একটি মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। ফ্যাসিবাদের অনুসারীরা গোপালগঞ্জের পরিস্থিতি সৃষ্টি করেছে। ফ্যাসিবাদ বিরোধী শক্তির অনৈক্যের কারণে ফ্যাসিস্টরা সুযোগ লুফে নিয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে যশোর শহরের জিরোপয়েন্ট মোড়ে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জেলা যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
ফ্যাসিবাদের প্রত্যাবর্তনে যারা ষড়যন্ত্র শুরু করেছে তাদের হুঁশিয়ারি দিয়ে বিএনপির নেত্রী বলেন, ফ্যাসিস্টের দোসরদের জন্য প্রত্যাবর্তনে ষড়যন্ত্র শুরু করেছে একটি পক্ষ। তারা বর্ণচোরা। তারা গণতন্ত্র বিনষ্ট, গণতন্ত্র নৎসাত করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। বর্ণচোরারা সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দিতে চায়। বর্ণচোরা শত্রুদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। যেমন করে গত ১৬ বছর সব ষড়যন্ত্রের জাল ছিদ্র করে গণতান্ত্রিক সকাল এনেছে। গণতন্ত্র স্থায়িত্ব থাকার জন্য আমরা লড়াই করতে প্রস্তুত।
সমাবেশে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সংগঠনটি জেলা শাখার সদস্য সচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম আরিফ, রাজিদুর রহমান সাগর ও মোহাম্মদ ইমদাদুল হক প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।