এস এম শামিম,দিঘলিয়া খুলনা প্রতিনিধি ||দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্রামের বাসিন্দা মোঃ কুদ্দুস মোল্লা (৪৫) এক সংবাদ সম্মেলন করেন।
উক্ত এলাকার বাসিন্দা মৃত:আব্দুল আজিজ মোল্লার পুএ কুদ্দুস আলী মোল্লা ১৭ ই জুলাই রোজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় দিঘলিয়ার বারাকপুর ইউনিয়ন এর লাখোহাটি বাজার চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন তার লিখিত বক্তব্যে বলেন
পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক’ বলে দাবি করেছেন।
সম্প্রতি তাদের পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ তুলে কিছু স্থানীয় ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ মহল স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকে ভুল তথ্য দিয়ে বারবার তাদের বাড়িতে পুলিশি অভিযানের প্রচেষ্টা করছে।
তিনি বলেন গত ১/২/ ২৫ ইং তারিখে গোলাম শেখ ও তার দলের আরো অনেকের সাথে স্থানীয় বিষয় নিয়ে বাক-বিতন্দের সৃষ্টি হয় তাহার জের ধরে গোলাম শেখ এবং তার সঙ্গীয় কয়েকজন পরস্পর জোকসযোগে আমার পরিবারের সকল সদস্যদের অগোচরে আমার বাড়ির দোতলায় জানালার গ্রিল দিয়ে গাঁজা রেখে আসে এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে আমার বাড়িতে মাদকের অনুসন্ধান করতে বলেন।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের বাড়িতে একই দিনে ৩ বার তল্লাশি চালিয়েছেন। এবং ৩য় বার আমার দোতলায় রান্না ঘরের সাথে জানালার কাছে আমার প্রতিপক্ষের রেখে যাওয়া গাঁজা আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করে।
তিনি আরও দাবি করেন, আসল মাদক ব্যবসায়ী ও সমাজবিরোধীরা এসব মিথ্যা তথ্য ছড়িয়ে প্রশাসনের নজর অন্যদিকে ফেরানোর চেষ্টা করছে। লাখোহাটি গ্রামের প্রকৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চোর চক্রের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান কুদ্দুস মোল্লা।
শেষে তিনি বলেন, “আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণকে অনুরোধ করছি, যেন যাচাই-বাছাই করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হোক এবং অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য সঠিক তদন্ত ও নজরদারির দাবি জানাচ্ছি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।