খুলনার খবর ||খুলনা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলি আজগার লবি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীকে খুলনা-৫ আসনে নির্বাচন করতে পাঠিয়েছেন। আমাকে বিজয়ী করতে ডুমুরিয়ার বিএনপি ঐক্যবদ্ধ হয়েছেন। আমি বিজয়ী হলে সর্বপ্রথম কাজ হবে বিলডাকাতিয়াসহ ডুমুরিয়া অঞ্চলের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনের।
শনিবার (১৯ জুলাই) বিকালে ডুমুরিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের আহবানে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি সনাতন ধর্মালম্বীদের পাশে থাকার আশ্বস্ত করেছেন।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, আশরাফুল আলম নান্নু, জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, জেলা তাঁতি দলের সদস্য সচিব মাহমুদ আলম লোটাস ও জেলা মৎস্যজীবী দলের আহবায়ক শেখ হেমায়েত উদ্দিন। বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক, এ্যাডঃ তছলিমা খাতুন ছন্দা, খান আবজাল হোসেন, অরুন গোলদার, শেখ হেলাল উদ্দিন, আমিরুল ইসলাম, শেখ মতিয়ার রহমান বাচ্চু, নিত্যানন্দ মন্ডল, শেখ শাহিনুর রহমান, আহম্মদ আলী ফকির, মাওঃ আব্দুস সালাম আজাদ, শিবপদ দাস প্রমুখ। ওই সভায় ধানের শীষের প্রার্থী আলি আজগার লবিকে বিজয়ী করতে বিএনপি নেতা মোল্যা মোশাররফ হোসেন মফিজের নেতৃত্বে ঐক্যবদ্ধ হন ডুমুরিয়ার বিএনপি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।