আরিফুল ইসলাম রিয়াজ, বাগেরহাট ||বাগেরহাটের মোল্লাহাটে ৪ পিচ ইয়াবা ট্যাবলেট সহ জাহিদ খান নামে এক ব্যাক্তিকে আটক করে যৌথবাহিনী।
শুক্রবার (১৮ জুলাই) রাত ৪:৫৫ ঘটিকায় উপজেলার লোনাডাংঙ্গা এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের উপর থেকে তাকে আটক করা হয়। আটক জাহিদ খান ১ নং উদয়পুর ইউনিয়নের গাড়ফা গ্রামের মৃত আঃ হামিদ খানের ছেলে।
এবিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ ফজলুল হক প্রতিবেদককে জানান, বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে লোনাডাংঙ্গা এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের উপর একটি অভিযান পরিচালনা করে।
এসময় জাহিদকে তল্লাশি করলে জাহিদ তার পরিহিত প্যান্টের পকেটে থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪ পিচ ইয়াবা ট্যাবলেট নিজ হাতে বের করে দেয়।
আটককৃত আসামিকে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারোনি ১০ (ক) ধারায় মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।