আরিফুল ইসলাম রিয়াজ || সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার উত্তর গোদাড়া গ্রামে প্রকাশ্য দিবালোকে এক দুর্বৃত্ত হামলায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন।
হামলাকারীরা বসতবাড়িতে ঢুকে মারপিট, লুটপাট এবং শ্লীলতাহানির মতো ভয়াবহ ঘটনা ঘটায় বলে অভিযোগ উঠেছে। আহত পলাশ কুমার মন্ডল (৪২), পিতা মৃত দুলাল চন্দ্র মন্ডল জানান, গত ১৮ জুলাই বেলা আনুমানিক ১২টার দিকে স্থানীয় ছোট ভাই ভরত কুমার মন্ডল (৩৭) ও আরও ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি দলবদ্ধ হয়ে তার বাড়িতে অনধিকার প্রবেশ করে।
তারা ধারালো দা, লোহার রড, জিআই পাইপ ও বাঁশের লাঠি দিয়ে পলাশ ও তার স্ত্রী তপতী মন্ডলকে এলোপাতাড়ি মারধর করে।পলাশ জানান, হামলাকারীরা প্রথমে তাকে লক্ষ্য করে প্রাণঘাতী কোপ দেয়, যার ফলে তার শরীরে গুরুতর জখম হয় ও হাড় ভেঙে যায়। স্ত্রী বাধা দিতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়।
এসময় তার স্ত্রীর গলা থেকে আনুমানিক ৮৫ হাজার টাকা মূল্যের আট আনার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং শ্লীলতাহানির চেষ্টা চালানো হয়। এছাড়াও অভিযুক্তরা বাড়ির আসবাবপত্র ভাংচুর করে প্রায় ২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
আহত পলাশ নরুলকে স্থানীয়দের সহায়তায় আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয় এবং তার স্ত্রী স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেন।
এই বিষয়ে থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। এ বিষয়ে অভিযুক্ত ভরত কুমার মন্ডল এর ব্যবহৃত 01775-880742 মোবাইল ফোনে যোগাযোগ করলে নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।