শাহিদুল ইসলাম,কয়রা (খুলনা) প্রতিনিধি || সুন্দরবন পশ্চিম বন বিভাগের অধীনে কালাবগি স্টেশনের বন কর্মীরা অভিযান চালিয়ে ১৮ বস্তা অবৈধ শুঁটকি চিংড়ি জব্দ করেছে।
জব্দকৃত শুঁটকির আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লক্ষ টাকা। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে এর সাথে জড়িত ব্যক্তিরা গহীন সুন্দরবনে পালিয়ে যায়।
বন বিভাগ সূত্রে জানা যায়, বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমানের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার (১৬ জুলাই) রাতে এই অভিযান পরিচালিত হয়। কালাবগী স্টেশন কর্মকর্তা মোঃ আঃ সালাম এবং আদাচাই বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমানের নেতৃত্বে গঠিত একটি যৌথ দল আদাচাই বন টহল ফাঁড়ির ছোট কচুখালী সিসা খাল এলাকায় অভিযান চালায়।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শামীম রেজা মিটু জানান, অবৈধভাবে সুন্দরবনের সম্পদ আহরণ ও পাচারের বিরুদ্ধে বন বিভাগের এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে।
এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং বনজ সম্পদ অবৈধ পাচার রোধে বন বিভাগ সবসময় কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।