মোঃ রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধি || যশোরের শার্শা উপজেলাার বিভিন্ন স্কুল-মাদ্রাসা থেকে ২০২৫ সালের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত, কৃতি শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (১৯)শে জুলাই বিকাল ৪ টায় শার্শা উপজেলা অডিটরিয়ামে এ সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজির হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার বজলুর রশিদ, কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা এস এম শাকির উদ্দিন,।শার্শা থানার তদন্ত কর্মকর্তা এস আই শাহ আলম সহ শার্শা উপজেলা বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তা বৃন্দ।
এছাড়া এসএসসি সমমনা পরীক্ষায় উত্তীর্ণ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহ অভিভাবক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় নির্বাহী কর্মকর্তা কাজি নাজিব হাসান বলেন, এবারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পাশাপাশি তিনি তাদের উদ্দেশ্য করে বলেন, নিজের জন্য শিক্ষা নিলে হবে না এ শিক্ষা দেশ ও জাতির কল্যাণে কাজ লাগাতে হবে, শিক্ষার্থীরাই পারে তাদের শিক্ষা দ্বারা দেশ থেকে সকল অনিয়ম, দুর্নীতি বিতাড়িত করতে পারবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।