পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর ||দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের আওতায় এবং এফসিডিও’র অর্থায়নে কেশবপুরে “নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ) গঠন” বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শণিবার (১৯ জুলাই-২৫) কেশবপুর মাইকেল রোড সংলগ্ন পরিত্রাণ সংস্থার প্রশিক্ষণ কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, পিএফজি, ওয়াইপিএজি এবং স্থানীয় নারী প্রতিনিধি, যারা রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত। সভায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার বিষয় নিয়ে আলোচনা হয়।
সভাটি পরিচালনা করেন, এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান। উপস্থিত ছিলেন, পিএফজির কোঅর্ডিনেটর মোঃ মুনছুর আযাদ।
সভায় শাহানাজ পারভিন একজন নির্যাতিত নারীর ঘটনার কথা তুলে ধরেন। সুফিয়া পারভিন জানান, আইনশৃঙ্খলা মিটিংয়ে এধরনের বিষয়গুলো তুললেও রাজনৈতিক হস্তক্ষেপে সমস্যা সমাধানে গতিশীলতা পায় না।
বিউটি খাতুন পরিবারিক দ্বন্দ্বে কার্যকর ভূমিকা রাখার কথা বলেন। নিগার সুলতানা জানান, তিনি বিরোধ মিটিয়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করেছেন।
সভায় ৫ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়। কমিটির সমন্বয়কারী-নাজমা সুলতানা, সহ-সমন্বয়কারী-শাহানাজ পারভিন, বিউটি খাতুন, রাজিয়া সুলতানা, হাজিরা খাতুন মিম। এই প্ল্যাটফর্ম আগামী দিনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।