খুলনার খবর ||সর্বশেষ পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে যেন সেই প্রতিশোধই নিতে চায় টাইগাররা।
মিরপুরের চেনা কন্ডিশনে ফিরেই যেন নিজেদের হারানো আত্মবিশ্বাস খুঁজে পেল স্বাগতিকরা। তাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেসেখেলেই হারাল লিটন দাসের দল।
রোববার (২০ জুলাই) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৯.৩ ওভারে ১১০ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।
জবাবে খেলতে নেমে শুরুতে জোড়া উইকেট হারালেও ওপেনার পারভেজ হোসেন ইমনের ফিফটিতে ১৫.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।