শেখ খায়রুল ইসলাম পাইকগাছা প্রতিনিধি | |২০২৪-২৫ অর্থবছরে আমন ধান,গ্রীষ্মকালীন সবজির বীজ, জৈব ও রাসায়নিক সার ,আম,জাম, কাঁঠাল,বেল,তাল,নিমের চারা ক্ষুদ্র প্রান্তিক চাষী ও শিক্ষার্থীদের মাঝে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের আওতায়
২১শে জুলাই সোমবার প্রদান করে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন।
১৬০০ শিক্ষার্থী, প্রতিষ্ঠান, কৃষকের ৪টি করে চারা নিম,বেল,জাম,কাঁঠালের চারা। ১০০ জনের ৫টি করে আমের চারা। ১২৫ জনের ৫টি করে লেবুর চারা ও জৈব সার। ৪৫ জনের ৪টি করে তাল সঙ্গে বেড়া প্রধান করা হয়।
এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহজাহান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার বিশ্বজিত দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুন্ডু,আবুল কালাম আজাদ, শেখ তোফায়েল আহমেদ তুহিন, দেবদাস রায়,মোঃ এনামুল হক,ইয়াসিন আলী খান, শরিফুল ইসলাম,মৃণাল সরকার,আকরাম হোসেন,এস এম মফিজুল ইসলাম,ফয়সাল আহমেদ,রুবাইয়া খাতুন,মোঃ আতাউল্লাহ, কমলেশ দাশ,তাপস সরকার,সোহাগ,নাহিদ হোসেন সহ কৃষি দপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে সরকার সবুজ বনায়ন সমৃদ্ধি বাংলাদেশ গড়তে এধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন ও ইউএনও মাহেরা নাজনীন ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।