রিয়াজ মুস্তাফিজ, খুলনার খবর || কিছুক্ষণ পরেই বেুজে উঠবে ছুটির ঘন্টা। ওদের মধ্যে অস্থিরতা, বাড়ি ফেরার তাড়া। কিন্তু ছুটি ঠিকই হলো! জীবন্ত বাড়ি ফেরা আর হলোনা কোমলমতি শিশুদের।
প্রচন্ড শব্দে নিচের দিকে আসতে থাকে প্রশিক্ষণরত যুদ্ধ বিমান এফ ৭ বিজিআই। তীব্র গতিতে আছড়ে পড়ে রাজধানীর উত্তরা অভিজাত মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের দিকে।
প্রত্যক্ষদর্শীদের মতে, স্কুলের প্রাইমারী সেকশনের উপর পড়ে বিধ্বস্ত বিমানটি। মুহুর্তেই আগুন আর কালো অন্ধকারে ছেয়ে যায় মাইলষ্টোন এলাকা। আগুনে পুড়ে ঝলসে যাওয়া অনেক শিশু ও স্কুলের স্টাফদের অর্ধনগ্ন পুড়ে যাওয়া শরীর দেখেছি আমরা। ছটফট করতে থাকা বাচ্চারা দাঁপিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে স্কুলের মাঠে এসে পড়ে যাচ্ছিল ওরা! সামাজিক পাতায় ভিডিও চিত্রে আজ তাকানো যাচ্ছিলনা। অজান্তেই চোখ ভরে উঠেছিল লাখো লাখো লাখো মানুষের।
সোমবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। মাইলষ্টোন ক্যাম্পাসে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিট পর এটি দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।
মাইলষ্টোন স্কুল এ্যান্ড কলেজে আজ সকালেও ভরেছিল কচিকাঁচার কিচিরমিচির শব্দে। খিলখিল হাসির শব্দও উঠেছিল বন্ধুদের আড্ডায়। আদর করে সন্তানের চুলের সিঁথিও করেছিলেন আদরিনী মায়। স্কুল ব্যাগ কাঁধে করে রঙ্গিন স্বপ্নের জাল বুঁনতে বুঁনতে ওরাও এসেছিল স্কুলে।
ঢাকার হাসপাতাল গুলোর বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসা অগ্নিদগ্ধদের মধ্যে বেশির ভাই শিশু। যাদের বয়স ৮ থেকে ১৫ বছর। এ পর্যন্ত ১৯ জনের নিহতের খবর পাওয়া গেছে। আহতদের রাজধানীর বিভিন্ন সরকারী বেসরকারী মেডিকেলে ভর্তি করা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। সোস্যাল মিডিয়ায় নিহতের সংখ্যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখে যাচ্ছে। অনেকের দাবী দূর্ঘটনার সময় তিনটি কক্ষে ২০০ ছাত্র ছাত্রী ছিল। তারা কেউ বের হতে পারেনি।
সামাজিক মাধ্যম ফেসবুকে মুহুর্তেই যুদ্ধবিমান দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ে। প্রিয় সন্তান নিখোজের কবর পোষ্ট করেছেন অনেকেই। কাউকে পাওয়া গেছে। কাউকে এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সন্তান হারা মা কি ভাবে ধৈর্য ধরবেন? পৃথিবীর সমস্ত পাহাড়ের ওজন যে বুঁকে এসে বিঁদেছে।
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বর্তমানে ২০ জন নিহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। আহতদের মধ্যে উদ্ধারকৃত মোট সংখ্যা ১৭১ জন।
যান্ত্রিক ত্রুটিতে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি বিধ্বস্ত হয় স্কুলের ওপর দেখতে দেখতে শান্ত ক্লাসরুম ভরে যায় কান্না, আগুন আর রক্তে। কে জানতো আকাশ থেকে ছুটে আসা এক টুকরো লোহা মুহূর্তে ছিনিয়ে নেবে এতগুলো শিশুর স্বপ্ন? মাইলস্টোন স্কুলে সেই সকালটা আর পাঁচটা দিনের মতো ছিল না একটা বিধ্বস্ত বিমান যেন সবকিছু ছিন্নভিন্ন করে দিয়ে গেল।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।