সফরসূচি অনুযায়ী, তাঁরা ঢাকায় দলীয় মহাসমাবেশে যোগদানের পথে সড়ক দুর্ঘটনায় নিহত দাকোপ উপজেলার আমীর মাওলানা আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং এক পথসভায় অংশগ্রহণ করবেন।
সকাল ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা হয়ে সকাল সাড়ে ৯টায় তাঁরা চালনাস্থ বিএম গ্যাস কোম্পানির মাঠে অবতরণ করবেন।
এরপর তাঁরা শহীদ মাওলানা আবু সাঈদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং চালনা সরকারি পৌর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করবেন।
পরবর্তীতে চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় অংশগ্রহণ করবেন জামায়াতের এই দুই শীর্ষ নেতা। সেখানে তাঁরা শহীদ মাওলানা আবু সাঈদের জীবন, আদর্শ ও আত্মত্যাগের কথা তুলে ধরবেন এবং স্থানীয় নেতাকর্মীদের মাঝে দলীয় বার্তা পৌঁছে দেবেন।
উল্লেখ্য গত শুক্রবার খুলনা জেলার দাকোপ উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা আবু সাঈদ ঢাকায় জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও দুজন আহত হন।
সফরের শেষ পর্যায়ে সকাল ১১টায় তাঁরা হেলিকপ্টারযোগে দাকোপ ত্যাগ করে পাবনার ঈশ্বরদীর উদ্দেশে রওনা হবেন, যেখানে শহীদ মোস্তাফিজুর রহমান কলম এর বাড়িতে তাঁদের পরবর্তী কর্মসূচি রয়েছে।