খুলনার খবর ||খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাকির হোসেন (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) রাত প্রায় ১০টার দিকে মহানগরীর নিরালায় সিটি কলেজের হোস্টেলের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা লতিফ হাওলাদারের ছেলে। তিনি খুলনার নিরালার ১৭ নম্বর রোডের ৩০৬ নম্বর বাড়ি ‘রওশন ম্যানশন’-এর তৃতীয় তলার ভাড়াটিয়া ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন তুলসীপাতা ব্র্যান্ডের মশার কয়েলের ডিলার ছিলেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের ১৭ বছর পর তার একটি কন্যাসন্তান হয়, যার বয়স মাত্র ৫ বছর।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে দুর্বৃত্তরা হঠাৎ করে জাকির হোসেনের উপর হামলা চালায়। ধারালো ছুরি দিয়ে আঘাত করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, “কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং প্রাথমিকভাবে (কিশোর গ্যাং) জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।”
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, নিরালা এলাকায় দুর্বৃত্তদের তৎপরতা আগেও দেখা গেছে, তবে এমন হত্যাকাণ্ড জনমনে নিরাপত্তা প্রশ্নে উদ্বেগ সৃষ্টি করেছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।