বাগেরহাট প্রতিনিধি || দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের একটি প্রাচীনতম পৌরসভা বাগেরহাট, ১৯৫৮ সালে গঠিত ১৫ বর্গমাইল নিয়ে গঠিত বাগেরহাট পৌরসভা নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য দিলেন প্রশাসক ডাঃ মোঃ ফকরুল হাসান।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে পৌরসভা ও এসএনভি প্রকল্পের যৌথ আয়োজনে লিঙ্গ সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি শীর্ষক একটি কর্মশালায় পৌরসভার সভাকক্ষে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও বাগেরহাট পৌরসভার প্রশাসক মোঃ ফকরুল হাসান বলেন, একটি সুন্দর,বাসযোগ্য শহর গড়তে পৌরসভার প্রতিটি নাগরিক ও এই প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা,কর্মচারীদের মায়ের মতোন সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পৌরসভায় কর্মরত সকলকে নাগরিকের সুবিধা-অসুবিধা, প্রয়োজন ও সমস্যা মনোযোগ দিয়ে শোনা এবং সেগুলোকে নিজের মায়ের মতো করে উপলব্ধি করে সমাধানে সচেষ্ট হতে হবে । এছাড়া, পৌরসভার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার ক্ষেত্রে সন্তানের যেমন মায়ের প্রতি মমতা ও আন্তরিকতা থাকা প্রয়োজন ঠিক তেমনিভাবে কাজ করতে হবে ।
সরকারের ২৯ তম বিসিএস এর মাঠ প্রশাসনের এ কর্মকর্তা আরও বলেন, পৌরসভার মানুষের মৌলিক চাহিদা পূরণ করা, রাস্তাঘাট, পানি, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবেশসহ সকল বিষয়ে খেয়াল রাখা এবং সেই অনুযায়ী সকলের কাজ করতে হবে । বাগেরহাট পৌরসভায় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। পৌরসভায় কর্মরত সকলকে নাগরিকের সমস্যা সমাধানে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে,আমি দায়িত্ব পাবার পর থেকে বিগত ১০ মাসে পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম ও শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করতে পরিচালনা পরিষদ কমিটি ও পৌরসভায় কর্মরত সকলকে নিয়ে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছি।
এ সময় বাগেরহাটে কর্মরত সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বাগেরহাট পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা,নির্বাহী প্রকৌশলী,সহকারী প্রকৌশলী,প্রশাসনিক কর্মকর্তা সহ অনন্য কর্মকর্তা,কর্মচারীবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।