মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের প্রতি শোক ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে নড়াইলের লোহাগড়ার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে নাট মন্দির প্রাঙ্গনে মন্দির পরিচালনা কমিটির সহ-সম্পাদক সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি’র সঞ্চালনায় বিশেষ প্রার্থনা সভায় পৌরহিত্য করেন মন্দিরের পুরোহিত সুকান্ত চ্যাটার্জি বিপ্লব।
বিশেষ প্রার্থনা সভার শুরুতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এ সময় মন্দিরে আগত ভক্তবৃন্দরা সমবেত হয়ে
দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করে
প্রার্থনা সভায় শামিল হন। পরে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।