এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা ||কৃষি মন্ত্রণালয়ের আওতায় কৃষি পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ২০২৪-২৫ অর্থবছরে দিঘলিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বেলা ১২ টায় দিঘলিয়া উপজেলার কৃষি অফিস আয়োজিত
এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো: কিশোর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মনিরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা কৃষি অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী গন।
কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, ভেষজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। এতে উপস্থিত বক্তারা বলেন, “গাছ আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। পরিবেশ রক্ষা, খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য গাছের ভূমিকা অনস্বীকার্য। তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার প্রতি আগ্রহী করে তুলতে হবে।
অনুষ্ঠানে সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে কদবেল, আম, জাম, পেয়ারা, নিম সহ নানা ধরনের ৯৫০ টি গাছের চারা বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিঘলিয়া খুলনা কর্তৃক আয়োজিত এ কার্যক্রম স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।